পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক | ৭৯ মুখীর হাতে না দিলে বাচি । রোস, ! আগু থাকতে ওর কাছ থেকে পত্ৰখানা চেয়ে নি। পূর্ণ। (পেরুর প্রতি)-পত্র খান দেখি। পেরু । এই নিন ( পত্র প্রদান ) (পূর্ণ যেমন এই পত্র গ্রহণ করিবে এমন সময় বিধুমুখী উীর হস্ত হইতে কাঁড়িয়া লইলেন) বিধুমুখী । ( উঠিয়া ) এ প’ চিন্তু আমি বেশ জানি ; (পূর্ণর প্রতি) এ যে তোমার মোহর দেখছি! পূর্ণ। (স্বগত পেরুর প্রতি) দূর বোকা । তুই ব্যাটা আমাকে মজালি ! - পেরু । (স্বগত) অ্যা ? কি ? আমি তো কিছুই বুঝতে পাচ্চিনে ; অতবড় মস্ত লোক পূর্ণবাবু যে কাঙ্গালের ধন চুরি করবে, এ তো দেখলেও বিশ্বাস হয় না ! বিধু। ( পূর্ণর প্রতি ) হাতের লেখাও .