এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথমাঙ্ক)। b& বিধুমুখী। কি ? জলযোগ না করেই যাবে ? পূর্ণ। আমাকেও কিছু জলযোগ করতে হবে,—সমস্ত রাতটাই হুটপাটি করা গ্যাছে। বারকোষে জলখাবার লইয়া ভোলার প্রবেশ । , ভোলা। জলখাবার আনেছি ঠারণ ! বিধুমুখী। বেশ করেছ—ঠিক সময়ে এনেছ, আমারও খিদে পেয়েছে। (একটা থাল উঠাইয়া व्हेंञ्च) পেরু ( ঐ থাল লইবার জন্য ব্যস্ত ) ওটা, ঠাকরণ পেরুরামের জন্য । পূর্ণ। (ঐ থালা লইয়া) মনিবের জন্য আগে ! を পেরু । তবে দেখচি আমার অদৃষ্টে নেই! বিধুমুখী (ঐ থালা পুণর নিকট হইতে