এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
মা এসেছিলেন খুকুর আব্দারে’ চীৎকারটি শুনে’ তাকে ধরে নিতে। ভাব্ছিলেন সে বুঝি সুবিনয়ের পড়ার ঘরে তার কাছে ছবি দেখ্ছে। বৈঠকখানার ধারে আস্তেই খুকুর কাণ্ডটি দেখতে পেলেন।
সুবিনয় ত নয়, তারি মত একটি ছেলে। তা—র জামাটা ছিঁড়ে দিচ্ছে!
একটু এগিয়ে, মা বল্লেন—“খোকা, তোমার নাম বিমল? কোথায় থাকো তুমি বাবা?”
মার কথাতে বিমল যেন কূল পেয়ে, আস্তে এগিয়ে এসে, মাকে প্রণাম করে,’ বল্তে যাচ্ছিল।
—এমন সময় মা দেখ্লেন, সুবিনয়।
সুবিনয় ঘরে ঢুক্তেই,…“কেমন! দ্যাখো দাদা! দিয়েছি ত ছিঁড়ে জামা? কেমন!”
বলে’ খুকু, ভারি খুসী হয়ে উঠল।
১৩