এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
আর সাম্নে দেখছিল ছোট্ট নদী ঘেরা সবুজ গ্রামখানির ভিতরে, উঠোনের ঝল্ক দেওয়া রৌদ্রের সমুদ্রের শ্বেত পদ্মফুলের মত তার মাকে।
জান্লা দিয়ে দেখা যাচ্ছিল, আকাশের তারাগুলো যেন সেই দুইরাজ্যের সারা পথ ভরে’ ফুল ছড়িয়ে রেখে তারি সঙ্গে বসে জাগ্ছে। আর লম্বা ট্রেণ-খানারও যেন এক মাথা সে—ই সহরে, আর এক মাথা তাদের গ্রামে। কেবল ভোর হচ্ছে না। দেখে মোষের মত ফোঁস্ ফোঁস্ করে’ মাঠ মাটি সব রাগে গুঁতিয়ে শুধু গর্জ্জাচ্ছে।
ফর্সা হতেই সে তাদের ষ্টেসানে পৌঁছ্ল। বাড়ী থেকে যেতে যেমন, গাড়ী থেকে নাম্তে যেন, তেম্নি কষ্ট হচ্ছিল। তবু সে নেমে পড়্ল লাফিয়েই। রবারের বলগুলোর যেমন উপরের
১৯