পাতা:কিশোরদের মন.djvu/৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন

দিকে টান বেশি কি মাটির দিকে টান বেশি ঠিক নেই, ঠিক্‌ তেম্‌নি।

 নেমেই সে টিকেটকালেক্টরের হাতে টিকেট্‌টা ফেলে দিয়ে হন্‌ হন্‌ করে’ ছুট্‌ল আম কাঁটাল বট কদম পাকুড়ের ছায়াঢাকা পথ ধরে,’ যেন দু’সারি সৈন্যের ভিতর দিয়ে সেনাপতি রাজবাড়ীতে চলেছে। খোলা মাঠ বয়ে’ যেন তার বাড়ীর হাওয়া এসে গায়ে লাগ্‌ছে।

 বেলা সাতটায় বিমল বাড়ী পৌঁছ্‌ল। দেখ্‌ল উঠোনেই মা। মাকে দেখেই, সে প্রথমে, হেসে দিলে।

 “মা! তুই দুঃখু কত্তিস্‌ আমি তোর একা, ভাই বোন্‌ একটাও আমার নেই।

 কিন্তু মা, এইবারে দেখ্‌তে পাবি!

২০