এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
কিন্তু মা তোকে নমস্কার কর্তে ভুলে গেছি!”
তখন, দুজনে হাস্তে লাগ্লেন। মা ত তখনো খুব অবাক্ হয়েই।
বিমল বল্লে, “বল্ব, বল্ব মা, শুনিস্, বল্ব!”
খেতে বসে বিমল মার কাছে সব বল্লে।
শুনে মার কাছে যেন একখানি ছবি ফুটে উঠ্ল। মা মনে মনে সে তিনটিকে কতই যে আশীর্ব্বাদ কর্লেন! বিমলের নূতন মার কথা শুনে তাঁর মুখখানা রাঙা হয়ে কী সুন্দর হয়েই উঠ্ল।
বিমল বল্লে,—“কিন্তু মা, তোর কাছে বসে’ আর সব কথাই ভুলে যাই।
সব ভাতগুলো শুধু ডাল দিয়েই খেয়ে ফেলেছি মা!”
২২