পাতা:কিশোরদের মন.djvu/৪২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ষষ্ঠ পরিচ্ছেদ

 বিমল ফিরেছে।

 কিন্তু ইস্কুল খোলার মাসখানেকের পর, ক্লাসে ভারি একটা ওলোট পালোট দেখা যাচ্ছে।

 First বেঞ্চের শেষ সিটে—সুবিনয়।

 আর ঝম্‌ঝম্‌ বৃষ্টিতে ভিজে এসে, বিমল, লাষ্ট্‌ বেঞ্চির শেষে বসে আছে।

 কতক্ষণ পরে সে ছুটি নিয়ে চলে গেল।

 ইস্কুলের ডিবেটিং ক্লাবের মিটিংএর শেষে, বক্তৃতার ইংরেজীর একটা গ্রামারের কোশ্চেন নিয়ে, ঘোর তর্কাতর্কি হয়। তাতে ইস্কুলে দুটো দল হয়ে যায়। কিন্তু সে তর্কের মীমাংসা হল না।

২৭