এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
এমন একটি দিনও যায় নি, দুজনে যেদিন দেখা না হয়েছে।
কিন্তু আজ দুমাস হল, কেউ কারো বাড়ীতে যায় না।
মা জিজ্ঞেস্ কর্তে এলে সুবিনয় পড়ার বই নিয়ে খুব শক্ত হয়ে পড়্তে বসে।
মা বলেন,—“তোদের হাফ ইয়ার্লি পরীক্ষে বুঝি খুব কাছে খোকা?”
“হ্যাঁ মা, বেশি দেরী নেই।” বলে’ তাড়াতাড়ি সুবিনয় জোরে জোরে পড়্তে আরম্ভ করে।
আর যখন মণ্টু আর রেণু আসে, তখন আলমারি থেকে সবগুলো ছবির বই তাদের বের করে দিয়ে, আর তাদের ঘোড়া, পুতুল, বাক্স, সমস্ত
৩০