এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
মৌমাছিরা গুন্ গুন্ করে’ বোধ হয় একজনের আনন্দের চঞ্চলতার কথা মনে করিয়ে দিত।
কিন্তু থাক্।
মার কাছে সে গিয়ে যখন খেতে বস্ত, আলোতে বই খুলে’ পড়া সুরু কর্তেই যখন বিমলের হাতের নোট্স্গুলো চোকে পড়্ত, তখন আলোর সাম্নেও তার সেদিনের তারিখটি যেন অনেক দূরে কোথায় অনেক পিছিয়ে যেত।
হয়ত শুধু মণ্টু আর রেণুর গলা জড়িয়ে ধরা—ডাকটি এসে আবার সেদিনের তারিখে তাকে অজ্ঞাতে আন্ত ফিরিয়ে!
সে তাদের বুকে টেনে নিয়ে এসে মিথ্যেই খেলা দিতে বস্ত। কেন না, সে খেলাটাই হয় ত সে সবটা জানে না! তবু সে ভুল করেও খেল্ত।
৩৭