এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
মা পূজোতে এইখানেই থাক্বেন।
হাফ্ ইয়ার্লির result বেরোবার দিন, সুবিনয়, বিমল, গিয়েছে ইস্কুলে। দু’জনেই জান্লে, দু’জনেই ইংরেজিতে এক ব্রাকেটে ফার্ষ্ট হয়েছে।
দু’জনেরি চোক একবার একত্র হয়ে, নীচু হয়ে গেল।
তারপর দুজনারি মুখ, কা—লো,—গম্ভীর হয়ে গেল।
পথে ফির্বার সময়, সুবিনয় একসময়ে লক্ষ্য করে দেখলে যে, বিমলের মুখখানা যেন কতদিনের শুক্নো।
বিমলও এক ফাঁকে লক্ষ্য করে দেখ্লে যে, সুবিনয়ের মুখখানা যেন বিষম কালি ঢালা।
দু’দিকের গাছের নীচের ছায়ার রাজ্যও, ঘন হয়ে আস্ছিল।
৪০