এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন
মাকে, পিসীমাকে প্রণাম করে,’ বড় রাস্তায় এসে উঠে, বিমল একবার মনে করলে,
“যাই”।
আবার থানার রাস্তা পর্য্যন্ত এসে, আবার ফিরে গেল।
গিয়ে মার কাছে বসে’ রইল।
মার মনে বিমলের নূতন ভাই বোন্দের যে মধুর ছবিখানি লেখা হয়ে ছিল, রোগের দারুণ যন্ত্রণাতেও তা মোছেনি একটুকুও। সহরে এসেই মা বলেছিলেন,
“তাদের নিয়ে আস্বি, বিমল!”
বিমল বললে,—“আন্ব ত মা, আন্ব; একটু আগে, তুই, ভাল হয়ে নে না মা!”
৪৩