পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సె( ) মঞ্জরিল তরুগণ, ফল পুষ্পে সুশোভন, লতায় বেষ্টিত হয়ে শোভে । হেরিয়া চুতমুকুল, অলিকুল অনুকুল, ব্যাকুল হইল মধুলোভে । বিহঙ্গম বাকে২, শাখায়২ ডাকে, কলহ ধুনি অবিরত। অতি সুমধুর স্বরে, গান করে পিকবরে, কুহুং শব্দ করে কত ॥ পাখি বহুকথাকহ, বলে বহু কথা কহ, শুনি মনে শোক উপজিল । বনের পাখির কথা, শুনে পাই মনে ব্যথা, কালে২ কিকাল ঘটিল। কুরঙ্গ কুরঙ্গ সঙ্গে, মত্ত হয়ে রস রঙ্গে, অনঙ্গের যজ্ঞ পুর্ণ করে । সারিখ শুক সারী, গান করে কত সারি, মরি২ কি হলো অন্তরে ॥ মরাল মরাল বধু কেলি করে পেয়ে বঁধু, দেখি মোর বঁধু মনে হয় । দিবে কি সে দিন বিধি, পাব কি সে গুণনিধি, পাইলেও নাহয় প্রত্যয় ॥