এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ৯৮ ) মহিলা । (সভয়ে) ওমা কি হলো ? পাছে আমায় পায়। ওলো মাধবি দিদি, কোথ। যাব ? রাম২! মাধবী। মরণ আরকি, এই যে বলে ‘হস্তির কাধে এসে যায়, হাম্মা দেখে ভয় পায় ” তাই যে দেখি ! মহিলা । না দিদি, যথার্থ অমিীর ভয় হয়েছে। মাধবী। ভয় কি লো? সেকি সত্য সত্যই ‘ভূত?” ভূত নয় রে সে অদ্ভুত । মহিলা । তবে সে কি করে ? তার ক্ষমতা কি ? মাধবী। তার অসাধারণ ক্ষমতা ! তীর বিক্রম অতি আশ্চৰ্য্য ! মলয়ের সমীরণ রণরথ যার । পঞ্চাধিক নাহি শর যুদ্ধ করিবার । নিজে সে অতনু কাম ফুলধনু করে। যে ধনুর ছিল বাধা মত্ত মধুকরে । বসন্ত সামন্ত মাত্র নাহি অন্য মিত্র। তথাপি সে বিশ্বজয়ী এবড় বিচিত্র ॥ নিজরও যার বাণে সদা জর২ | কণর সাধ্য তার রণে হয় আগুসর ॥ সে দুর্জয় মদন কি না করিতে পারে ? এই বিশ্ব সংসারে তাহার অসাধ্য কি আছে ? মহর্ষি ব্রহ্মর্ষি দেব দেবর্ষি দানব।