এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( సెసె ) গন্ধৰ্ব্ব কিন্নর যক্ষ রাক্ষস মানব ৷ কন্দপ করিয়া দপ বাণ যদি ধরে । অনায়াসে ত্রিভুবন পরাজয় করে । মহিলা। সেকি সই বলিস্ কি ? মুনিঋষিগণ যার বড় জ্ঞানি, তারাও তার বাণে মুগ্ধ হয় ? মাধবী। তার আশ্চৰ্য্য কি ? পুরাণ প্রবন্ধে শুনি বিশ্বামিত্র মহামুনি, যিনি তপোধনের প্রধান । বিদ্যাধরী মেনকার, ৰূপ হেরি চমৎকার, তিনিও ধরিতে তারে যান ॥ সৰ্ব্বদেব পুরোহিত, হিতাহিত সুবিদিত, বৃহস্পতি সদা ধৰ্ম্মে রত। ভেয়ের রমণী পেয়ে, নিজ ধৰ্ম্ম পাসরিয়ে, হন তার সঙ্গমে উদ্যত ॥ বয়সে প্রবীণ অতি, পরাশর মহামতি, দাশ কন্যা করেন দুষণ । শুনি সখি একি রঙ্গ, অত্রি করে মৃগী সঙ্গ, স্মরের এমন শরাসন ॥ শচীপতি দেবরাজ, শুনলো তাহার কায, লাজ নাই দেবতা হইয়া ।