এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ১০৭ ) হেন কথা কেবা কোথ। কবে শুনিয়াছে । বুড়োমাগী বাসরে আসর করে আছে । পোড়া মুখে আসে হাসি একথা শুনিয়া । কেমনে বাসরে শুয়ে রব বর নিয়া । বাধিতে হইবে নাকি খোপা পাকা চুলে। দাত গেলো মিষি কি ঘষিব দন্তমূলে । আহা কি কুলের গুণ পরিসীমা নাই। হায়রে বল্লাল তোরে বলিহারি যাই ॥ অলো শান্তবি, সে যা হোক, কামিনী কোথায়, কিশোরীই বা কোথায়, জানিস্ ? আমিতে অনেকক্ষণ তাদের দেখিনাই । শাম্ভবী। এখনকার মেয়ে ছেলের কথা কি বলবে দিদি ! শুনলেম তারা নাকি বর দেকতে গেছে । জাদুৰী। মরণ আর কি না দেকতে গেলে হয় না ? কামিনী ও কিশোরীর প্রবেশ] কামিনী। আলো কিশোরি—দেকতে পেয়েছিস্ কি ? কিশোরী। দিদি দেখিছি৩ (করতালি প্রদান) কামিনী। বলন বেীন ? কেমন—কি কচ্যে—কোথা আছে । কিশোরী। কি বলবে দিদি, তোর চৰ্ম্ম চক্ষের সাर्श्वक छुटव्ज्ञां न !