( ১১২ ) পবিত্র হইয়াছেন-যিনি অসামান্য দক্ষিণ্য ও পরগুণগ্ৰহণাদিরূপ বিবিধ গুণে জগতে যশোরীশি সমুপার্জন করিয়াছেন,—যাহার লোকত্ৰয়-চমৎকারি ধীরত্ব,—এবং যিনি জগতের প্রাণস্বরূপ, তিনিও মাদৃশ ব্যক্তির প্রাণ প্রয়াণে প্রয়াসী হইয়া অক্লেশে প্রচুর ক্লেশ প্রদানে উদ্যত ! w পিকবর । তুমি মিষ্টভাষিতাদি-গুণে ভূষিত হইয়াও আমারদিগের অনিষ্ট চেষ্টা করিতেছে—সপক্ষ হইয়াও বিপক্ষতাচরণে প্রবৃত্ত হইয়াছ—অথবা তুমি বনচর, সামাজিক নহ, তোমার হিতাহিত বিবেচনা কি ? হে মীনকেতন—তোমার এমন বিসম্বাদিনী প্রবৃত্তি কেন, তোমার যে নিজ নিকেতন মাদৃশ বিয়োগি-মানস, তাহারই বিনাশে উদ্যত হইয়াছ । জান না যদি ঐ মনোমন্দির ভগ্ন হয়, তাহা হইলে তুমি স্থানভুষ্ট হইয় মহাকষ্ট পাইবে ; বিশেষতঃ তুমি নিজ দেহ দাহ জনিত দুঃখ স্বয়ং অনুভব করিয়াও যে পরদেহ দহিতে প্রবৃত্ত হইয়াছে ইহা আশ্চৰ্য্য ! ভাল মন—তোমাকেই অনুযোগ করি, তুমি শীঘু গমনে সমর্থ,তোমার পাথেয় বা সহচর সাপেক্ষ নহে,—তোমার পরাধীনতা নাই তথাপি তুমি কেন সেই স্কুলোচনা গোচরে গমন করিতেছ না ? অথবা প্রিয়তম ব্যতীত তুমি অবস্থান করিতে কদাচ পারগ নহ তুমি অবশ্যই সে স্থানে গমন করিয়াছ, ইহা নিশ্চিত রূপে প্রতীয়মান হইল। -
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।