পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১১৪ ) [বিবাহবাতুলের প্রবেশ] বিবা । কেহে তুমি ? বিধাতার বিবেচনার কথা ক, হিতেছ, তাহার কি বিবেচনা আছে ? থাকিলে সে অtপন সৃষ্টি বিনষ্ট করিতে উদ্যত হইত না ! তাহার প্রজ পালন করা দূরে থাকুক, সে তাহাদিগের ভুরিং ক্লেশ ধাৰ্য্য কবিয়াই অনাৰ্য্য বল্লাল রাজাকে রাজ্য দিয়াছিল, বিবেচনা থাকিলে কি এমন হইত ? বিরহি। কে হে, বন্ধু নাকি ? বিব। ই ভাই, যাবে কি ? চল ন যাই। বিরহি । কোথা হে ? বিবা । কুল পালকের বাড়ী, বিবাহ নিমন্ত্রণে । বিরহি । না ভাই, আর বিবাহ দেখিবার প্রয়োজন নাই। বিবা । দেখিতে যাওয়া ভালো হে, যদি প্রজাপতির গন্ধ গায়ে লাগে । বিরহি । আর ভাই প্রজাপতির গন্ধে কায নাই, ঐ গন্ধেই অন্ধ হইয়৷ সৰ্ব্বস্ব বিক্রয় পুৰ্ব্বক সেই বিবাহবিষ ক্রয় করিয়াই এই যাতন পাইতেছি। বিবা । ভাই বুঝন, তবু ভাল, হইয়াছে তো, আমার যে এক বারও হইল না। এবার মরিয়া আমি হইব বৈদিক। মারিব বল্লালে ঝাটা ভাবিয়াছি ঠিক।