এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ১১৫ ) কাণ খোড়া আতুর বা হই যদি অন্ধ । তবু গর্ভে গভে মোর হইবে সম্বন্ধ ॥ পেটে থেকে পড়িয়া করিব গিয়া বিয়া । সংসারের সুখ হবে গৃহিণীকে নিয়া ॥ খাড় নাড়া ব্যঞ্জনের কতো বা আস্বাদ । দেখিতে হইবে ভাই মনে বড় সাদ ॥ বিরহি । (তৎ কথায় বিরক্ত হইয়া) ভাই রাত্রি হইল,ক্ৰমশঃ বিশ্বব্রহ্মাণ্ড গাঢ়তরতিমিরাবগুণ্ঠিত হই ○て区 | কমলিনী ব্যথিত না হেরে দিনমণি । মানিনী হইয়া মুখ মুদিল অমনি ॥ নিশাকর নিজ করে প্রকাশিত করে । তথাপি আবৃত ক্ষিতি তিমির অম্বরে ৷ আহা ! বন্ধো ! দেখ দেখ, এই প্রদোষ কালে দোষাকরের উদয় হওয়াতে কি অপূৰ্ব্ব শোভ হইয়াছে ! বাসর গৃহাগত বরপাত্রের চতুঃপাশ্ববৰ্ত্তি কুলকামিনীকুলের ন্যায় তারাগণ নিশাকরকে সুশোভিত করিতেছে ! বিবা । বন্ধে, তুমি বিবাহ দেখিতে যাইবে না, তবে আমি চললেম, [বিবাহ বাতুলের প্রস্থান ।