এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ১১৬ ) বিরহি। (স্বগত) সায়ং সন্ধ্যা বিধি সমাপিত হইয়াছে (শঙ্খ বাদ্য শ্রবণ করিয়া) শুনিলাম কুলপালকের কন্যাদিগের বিবাহ, তাহারি বুঝি শঙ্খবাদ্য। যাহা হউক সে অনুসন্ধানে প্রয়োজন কি, আমি এক্ষণ স্বস্থানে প্রস্থান করি। [বিরহিপঞ্চাননের প্রস্থান । কুলপালক ও ধৰ্ম্মশীলের প্রবেশ] কুল । পুরোহিত মহাশয়, বুঝি বর আসিতেছেন, আপনি সত্বর অগ্রসর হইয়া আনয়ন করুন। আর যাহাতে কোন প্রকারে বিবাদ বিষম্বাদ না হয়,দেখিবেন । ধৰ্ম্ম। হা আমিই যাই বটে, তুমি বরসজ্জ প্রভৃতি প্রস্তুত করিয়া সম্প্রদান স্থানে অবস্থান কর । ধৰ্ম্ম । (বাটরবাহিরে গমনোদ্যত হইয়াই) এই যে আসিতেছেন ! আয়াতি জাতিনিরপেক্ষকুলাবলম্বী ধৰ্ম্মানুপেক্ষ্য চ ধনে পরমার্থবোধঃ । দুর্দর্শনে গত ব্যাঃ শতশো বিবাহবাণিজ্যদীক্ষিতমতি বরএষ তুৰ্ণং। জাতিতে উপেক্ষা করি দীক্ষিত কুলেতে। ধৰ্ম্মেতে অরুচি রুচি কেবল ধনেতে ॥