এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( )ున ) অভব্য। শ্রীঅভব্যচন্দ্র দেবশৰ্ম্ম । ধৰ্ম্ম। আপনি তো পণ্ডিত ভাল, উপাধি কিছু আছে । অভব্য। হা আছে বৈকি, উপাধি জগন্নাথ তর্কপঞ্চানন ’ । ধৰ্ম্ম জগন্নাথ তর্কপঞ্চানন ? উপাধি ? সে আবার কেমন? নাম শুদ্ধ বলুন দেখি ! অভব্য। (উচ্চৈঃস্বরে) ‘শ্রীঅভব্যচন্দ্র দেবশৰ্ম্ম জগস্নাথ তর্কপঞ্চানন, শুনিলেন ? ধৰ্ম্ম । (সহস্য সুখে) ই শুনা গেছে, আমি কাল৷ নই। আপনার বাটী কোথা ? অভব্য। এখন বাটীর প্রয়োজন কি ? যখন ডাইল খাই, তখনি তার দরকার । ধৰ্ম্ম । বলি তা নয়, আপনার নিবাস কোথা ? অভব্য। আঃ, ওসব কথায় কায কি ? পেটে বিদ্যেসাধ্যে থাকে এসো, লগে যাউক । ধৰ্ম্ম। (সভ্রতঙ্গে) । হা, বিচার আচার করিতে পারেন ? অভব্য । (সগৰ্ব্বে ) পারবো না কেন ? আচার পেলেই বিচার হয়। ধৰ্ম্ম । সে কেমন ? অভব্য । তবে শুল্লুন। পান্তাতে আচার পেলে বড় মজা হয়।