পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২০ ) পষ্টি ভাতে পাতিলেবু সৰ্ব্ব শাস্ত্রে কয়। কড়কড়ে হলে কাচা তেঁতুলের ঝোল। তপ্ত ভাতে মজা বড়ো যদি মিলে ঘোল ॥ ধৰ্ম্ম । (উচ্চ হাসে) বা ব1, উত্তম বিচার হলো । অভব্য। একবারেই যে, “বাবা” বল্যে গাছে না উটতেই এক কাদি ”। - ধৰ্ম্ম । হা, আবার রসিকতাও যে আছে ? আপনি কিছু পড়ে শুনে থাকেন ? অভব্য। (সগৰ্ব্বে) কিছু কেমন ? রেতে পড়ে থাকি, দিনে শুনে থাকি । ধৰ্ম্ম । কোন শাস্ত্র জানেন ? অতব্য । সব রকম, কি না জানি ; ধৰ্ম্ম। ব্যাকরণ, সাহিত্য, কিছু বলুন শুনা যাউক, এওতে বিবাহের সত । অভব্য। ই বলা ভাল বটে, বিদ্যা যতো প্রকাশ হয় সেই লাভ, কিন্তু বুঝে এমন লোক কে ? ব্যাকরণে মোর বিদ্যা বুঝিবে কি পরে। ভবতি পচন্তি পেটে গজ গজ করে। ষত্বে নাই স্বত্ব মোর নত্ব তে অণত্ব। আঙ্ক আস্ক সিদ্ধিফলা কেবা করে তত্ব ৷ যে করে বিচার তার বুদ্ধি লোপ করি।