( ১২৫ ) কৈ কিছুই যে বলেন না ? (স্বগত) বধিরতাও আছে না কি ? অমৃ। আঞ্চ ব্রাহ্মণ পণ্ডিত হইলে কি বিষয় বুদ্ধি মাত্র থাকে না ? বিবাহ রাত্রে বর আর চোর-তুল্য ; আজি বর কি কোথাও কথা কয় ? ধৰ্ম্ম। (সক্রোধে) তুমি কেমন ঘটক হে ? পরিচয় লব না ? অমৃ । অবশ্য—পরিচয় লবেন বৈতো নয়, আমিই পরিচয় দিতেছি, বিষ্ণুঠাকুরের সন্তান, ফুলের মুখটা ’ আর কি পরিচয় ? । ধৰ্ম্ম। আমি, বিষ্ণঠাকুর কি কৃষ্ণঠাকুর-ফুলের মুখটা কি ফলের মুখটা ? তাহ জিজ্ঞাসা করি নাই, লেখা পড়া জিজ্ঞাসা করিতেছি। অমৃ। ই লেখার বিষয়টা বিস্মৃতক্রমে হয় নাই বটে। ধৰ্ম্ম । সে কি ! জন্মাবচ্ছিন্নে কেহ কি লিখিতে বিস্মৃত হয়, এ কেমন কথা ? অনৃ। হবে না কেন ? বিধাতাই ভুলেছেন ;–তিনি যদি ইহার ললাটে লিখিবার ? কথা লিখিতেন, তাহা হইলে ইনিও লিখতেন, তাহারি ভুল, ইহঁর দোষ কি ? আর আপনি পড়ার ? কথা জিজ্ঞাসা করিলেন, তা যেথায় পড়ামেয়ের বে, সেথার বরের পড়ার ? কথায় প্রয়োজন কি ? ধৰ্ম্ম । (সহস্য মুখে) বিলক্ষণ ! রূপগুণ সকলি ভাল ! অমৃ। (সজভঙ্গে) কিসে মন্দ ?
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।