( ৩ ) করিয়া স্বকীয় সংকল্প সিদ্ধ করি ? (কিঞ্চিৎ চিন্তিতের ন্যায় উদ্ধবিলোকন করিয়া) হা, স্মৃতিপথারূঢ় হইয়াছে, পুরাতন প্রবন্ধ বিষয়ক সঙ্গীত সামাজিকের অন্তঃকরণ আকর্ষণ করিতে পারে না। অতএব বর্তমান কালীন বঙ্গদেশেৎসঙ্গবৰ্ত্তি সুরঙ্গ রঙ্গপুরস্থ কুঞ্জনিবাসি যশোরাশি শ্ৰীল ত্রযুক্ত কালীচন্দ্র চতুৰ্দ্ধরণ মহোদয় মতান্তসার স্ত্রীরামনারায়ণ শৰ্ম্ম কর্তৃক স্বমধুর সাধু ভাষায় রচিত যে “কুলীন কুল সৰ্ব্বস্ব” নামক রহস্যজনক অপূৰ্ব্ব নাটক-প্রবন্ধ তৎপ্রস্তাব ব্যাখ্যানে সমীহিত সিদ্ধ করিব, এক্ষণে প্রেয়সীকে আহ্বান করিয়া রঙ্গ প্রসঙ্গে প্রবৃত্ত হই। (নেপথ্যের* অভিমুখে অবলোকন করিয়া নটর প্রতি) প্রিয়ে যদি তোমার বেশ বিন্যাস হইয়া থাকে, ত্বরীয় আইস । নটীর প্রবেশ । নটী। আর্য্যপুত্র । এই আমি আসিলাম, আজ্ঞা করুন কি করিব ? স্থত্রধার। কান্তে এই সুচির-সম্ভোগ-সুখ-নিধান মদন-সামন্ত ঋতুরাজ বসন্ত সময় সমাগত, এমত পরম মহোৎসব সময়ে নিরুৎসুক হইয়া কোথা ছিলে, সজ্জন সমাজে সঙ্গীত আরম্ভ কর।
- বেশ বিন্যাস গৃহ । { নাটকে স্বামিসম্বোধন
A 2