পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ ) অনন্তর কুলপালক বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ] কুলপালক। (স্বগত) “বিবাহ নিৰ্ব্বাহবিধি বিধিরঘটনা” সত্যকথা, যথার্থ, মিথ্য নয়, সংগত বটে। আমি বন্দ্য ঘটীয় কেশব চক্রবর্তির সন্তান, প্রধান কুলীন, আমার কন্য দিগের বিবাহ হয় নাই, অদ্যাবধি বিধি তাহাদিগের প্রতি প্রতিকুল থাকায় সমযোগ্য পাত্র প্রাপ্ত হইতেছি না, তাহাতেই নিতান্ত চিন্তিত আছি। দেখ, আমার সংসার রাজ-সংসার বলিলেও বলা যায়, কিছুই অনটন নাই, কাহারও দ্বারস্ত হইতে হয় না, কিন্তু দেখদেখি কি দৈৰ বিড়ম্বন কিছুতেই মনস্তুষ্টি হইতেছে না; কন্যা ভারগ্রস্ত হইয় চিন্তা-নিৰ্মীলিত নয়নে বিনিদ্রাবস্থায় যামিনী যাপন করি । হায় কি ক্লেশ ! পণ্ডিতেরা কহিয়া থাকেন “হস্বগৃহং স্থলপট যব গোধূম শালিনঃ। প্রলয়েহপিন সীদন্তি যদি কন্যা ন জায়তে ” অর্থাৎ অনুচ্চগৃহ, স্থল বস্ত্র, যব গোধূমশালি গৃহির গৃহে যদি কন্যা না হয় তবে প্রলয়েও অবসাদ হয় না, ইহা যুক্তিসিদ্ধ বটে, কন্য জন্মই গৃহস্থাশ্রমির অশেষ ক্লেশ দায়ক। বিশেষত অস্মাদৃশকুলীনসন্তান দিগের। প্রতুতি দেখ বিধাতার কি বিড়ম্বন আমার গৃহে কন্যাচতুষ্টয় অবতীর্ণ হইয়াছেন! এক কন্যাই কুলীনদিগের বিপৎ পরস্পর সম্পাদন করে, অধিকের কথা কি বলিব ? (প্রকাশে) আঃ পোড়া দেশীয়দিগের কি দুরন্ত প্রথা ! অতিমন্দঃ, এমন দেখিনাই ।

  • আপন আপনি বলা T_ অশ্রাব্যং খলুযদ্বস্তুতদিহ স্বগতং মতং দর্পণ ।