( b ) কুলধন মুখোপাধ্যায়ের প্রবেশ] কুলধন। কে হে ? বন্ধু না কি এ রোদুরের বেল মেল! কি বকচো হে, কেন এত রাগত কেন ? কুলপালক । বলি, তাই বলি ভাই তোমার দেশের খুরে দণ্ডবৎ, এমন দেশ কোথাও দেখি না। কুলধন। যথার্থ ভাই, এদেশে খাদ্য কিছুই পাওয় যায় না ; হাট নাই, বাজার নাই, তরকারির মধ্যে পুঁইশাগ, গব্যের মধ্যে তেতুল, দেশে থাকাই দুঃসাধ্য। কুলপালক। না, তা না হে । কুলধন। তবে, দেশের প্রতি এত ত্যাক্ত কেন ? কুলপালক। আমার মেয়েদের বিবাহ হইতে কিছু বিলম্ব হইয়াছে, তা এমন কি কারু হয় না, সংসার করিতে হইলে সকলেরি কি সকল কৰ্ম্ম সময়ে হইয় থাকে, কিছুতেই কি বিলম্ব হয় না। তা বিলম্বই বা কি, বৈদিক ব্রাহ্মণের ন্যায় কি গর্ভেই বিবাহ দিব ? দেশের লোকেরা তাহা বিবেচনা করে না, নিরপরাধে আমাকে নিন্দাবাদ প্রদান করিতেছে, তাই তুমি বিবেচনা করদেখি সমযোগ্য পাত্র না পাইলে কেমনে বিবাহ দি ? কি এখন যারতারসঙ্গে বিবাহ দিয়া চিরন্তন কুলে জলাঞ্জলি দিব ? কুলধন। হাঃ রেখেদেও তুমি দেশের কথা, এদেশে কেবল দ্বেষ বৈ নেই, কেন তোমার মেয়ের তো বড়, বড় হয় নাই তাদের কতো বয়েস হয়েছে ? কুলপালক। বয়সের কথা কি বলিব ভাই, বয়স কোথা?
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।