( ; ) বড় কন্যার অদ্যাবধি সকল দন্ত পতিত হয় নাই; মধ্যমটার সকল কেশও পক্ক হয় নাই ; তৃতীয় কন্যাও প্রায় মধ্যমটীর মত ; আর আমার যে কনিষ্ঠ কন্যা সে অতি শিশু, বোধ হয় গাত্রে স্থতিক গন্ধও থাকিলে থাকিতে পারে, বাছা এই গত পৌষ মাসে সবে পচিশ বৎসরে পড়িয়াছে। কুলধন । বিলক্ষণ, এত অল্প বয়েসে তুমি তাদের বে দিও না, দেশেল্লোকের কথায় কি করে ; আমারে আমনি নিন্দে কচ্চে ; আমার একটা মেয়ে, তার বে হয়নি বলে কতো কথাই বলচে, বলুক বেটার কি কবে। কুলপালক। তোমার মেয়ের বয়স কত ভাই ? কুলধন। বয়েস বড় অধিক নয়, সে দিন ঠিকুজি খুলিয়া দেখিলাম বলি দেখিদেখি মেয়েটার বয়েস্থ কত, তা ভাই বুঝিতে পারিলাম না, ঠিকুজি খান জীর্ণ হএছে আঁকির বোঝা যায় না, তা নাই গেলো, সে এই বড়পিসীর বইসী । কুলপালক। তা ভাই আমি তথাপি দেশীয় দিগের দেষে ও ব্রাহ্মণীর আদেশে স্বয়ং পাত্রান্বেষণ করিতেছি এবং অমৃতাচার্য ও শুভাচাৰ্য নামক দুই ঘটককে ঐ উদ্দেশে দেশেই প্রেরণ করিয়াছি; তাহার উপযুক্ত পত্রি, বরপাত্র পরীক্ষায় বিলক্ষণ পারগ; কিন্তু আমার দুরদৃষ্ট দোষে অদ্যাবধি তাহারাও প্রত্যাগত হইতেছেন না, অদ্য প্রত্যুষে গাত্ৰোৰ্থন করিয়া তাহাদিগের অন্বেষণে পৰ্যটন করিতেছি। অঃ কি ক্লেশ ? সংসারাশ্রম সাদৃশব্যক্তির কেবল অবিশ্রাম দুঃখেরি স্থান। এই সৎ
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।