পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৪ ) হল রব? আমার অপক নিদ্র পরিভাক্ত হইল! কত্ত্বং কে হে তুমি ? শুভ। আমি শুভাচার্য শৰ্ম্ম, রাঢ়দেশীয় ত্রিপুরাপুরে নিবাস, কলিকাতার ঘোষাল, স্বগৃহীত নাম আৰ্য্য কুলাচার্যের পুত্র, পশোর সন্তান। আপনি কে? অন্ন। অহং ঘটক ; অমৃতাচাৰ্য চূড়ামণি তোমার পিতামহের নাম কি হে ? শুভ। মহাশয় আপনি ঘটক চূড়ামণি, আপনার অবিদিত কিছুই নাই, আপনিই বলুন। অনৃ। (ঈষৎ হাস্য করিয়া) শুনিবে –বাপুহে তোমীর বংশাবলিতে আমার নয়নপথে রহিয়াছে, আমরা তেমন ঘটক নই, ফাকিৰ্জুকি নাই। চণ্ডীপুরে কিম্বুরাম ঘোষাল বাস করিতেন, কেমন সত্য কি না ? শুভ। বলুন না, শুন যাউক । অনৃ। সেই কিন্তুরামের পুত্ৰ হরিনাথ, হরির পুত্ৰ মহেশ্চন্দ্র, মহেশের পুত্ৰ নিমাইচরণ নিমাইর পুত্ৰ বলরাম ও রামরাম, বলরাম নিঃসন্তান ; রামরামের পুত্ৰ গোকুলচন্দ্র, র্তাহার পুত্ৰ কেশব, শঙ্কর, ও গঙ্গাধর, তন্মধ্যে গঙ্গাধর নিঃসন্তান ; শঙ্করের পুত্ৰ শ্যামসুন্দর, তাহার পুত্ৰ বৈদ্যনাথ, তিনিও নিঃসন্তান ; অতএব গঙ্গাধর ও শঙ্করের বংশ নাই। কেশবের পুত্র হরিহর ও কবিবর, কবিবর মাতামহ সম্পর্কে গোঁহাটীতে বাট করিয়াছিলেন, হরিহরের পুত্র মাধবচন্দ্র তিনি ত্রিপুরাপুরে উঠিয় যান, সেই মাধবের পাঁচ পুত্ৰ—