( >१ ) অনৃ। হা, বাপুহে পথে আইস, আমার নিকটে শুনিবে ? শুন । প্রবঞ্চন পরায়ণ, মুখে প্রিয় আলাপন, ধৰ্ম্মধৰ্ম্মে নাই বিচারণ। নাপাইলে বলে কটু, স্বোদর পূরণে পটু, - দৃষ্টিমাত্র করে সম্ভাষণ। বাচাল আচার ভ্রষ্ট, জাতি কুল করে নষ্ট, দুষ্টমতি মুখের প্রবর। বিবাদে নারদসম, মূৰ্ত্তিমান যেন তম, হয় নয় বল সুধীবর। বেল্লিক পুরাণে মাতলামি খণ্ডে ঘটকের এই লক্ষণ লিখিত আছে, তা বাপুহে, এসকল জানতে হয়, এসকল শিক্তে হয়, পেটে থেকে পড়িয়াই ঘটক হইলে হয় না । আমি এসকল শিথিয়া ও এসকল গুণে ভূষিত হইয়াই “ঘটক চূড়ামণি” নামে খ্যাত আছি। আমার গুণের কথা কতো কহিব—আমি সাবর্ণ গৃহে কতশত কৈবৰ্ত্তকন্য চালাএছ ; শুদ্ধ শ্রোত্রিয় বরে ক্ষত্রিয় কন্যা, বিষ্ণ ঠাকুরের বংশে বৈষ্ণব কন্য, শিবচক্রবর্তির সন্তানে পক্ষ রাজ দুহিতা ঘটাএছি; আর কণা, খোড়া, অন্ধ, আতুর, এসমস্ততে আমার শরীরের আভরণ। এই ১৪ই মাঘে খাড়ীবাটীর কচিরাম চক্রবর্তির কন্যাকে এক উন্মাদ দিগম্বর বর প্রদান করিয়া দক্ষিণ হস্তের কিঞ্চিদক্ষিণ B 3
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।