( > b ) পাইয়া মাসাবধি শয্যাগত ছিলাম, কিন্তু আমার এরূপ অপরূপ চতুর্য যে এতাদৃশ ব্যবহারেও আমি কখন কোথায় অপমানিত হই নাই, তুমি আমাকে কি ঘটকালি দেখাও। ভাল আর একটা কথা জিজ্ঞাসা করি, তুমিও মন্দ নও, বল দেখি কুলীন কাহাকে বলে ? শুভ | র্যাহার কুল আছে তাহাকেই কুলীন কহে, কুলের লক্ষণ শুনুন আচারে বিনয়ে বিদ্যা প্রতিষ্ঠ তীর্থদর্শনং । নিষ্ঠাবৃত্তিস্তপোদানং নবধা কুল লক্ষণং ॥ অনৃ। আঃ কি আপদ না বাপু, আর তোমার বিদ্যা প্রকাশে কায নাই, বুঝিয়াছি ; তুমি কাহার নিকটে পড়িয়াছ ? হা রাম, এতে বয়স হইল ਿੲੇ কর নাই ! গোবিন্দ২, একি ? বরং এটাও এক দিন বলিলে বলিতে পার যথা বলদো লাঙ্গলং যৌলঃ কর্দমংমইকর্ষণং। ছ্যাচ ক্ষেত্ৰং কোদালঞ্চ নবধা কাস্তে লক্ষণং । ইহা কথঞ্চিৎ হইলেও হইতে পারে, ফলতঃ কুলের লক্ষণ জাতিভেদে বিভিন্ন, তন্মধ্যে বৰ্ত্তমান রাঢ়ীয় ব্রাহ্মণ দিগের কুলের প্রায়িক লক্ষণ এই। দাড়িয়া প্রস্রাব করে, নিবাস শ্বশুর ঘরে । মাদকেতে আমোদ বিস্তর।
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।