( २० ) কিছুই অকাৰ্য নাই, ইহার মতের অন্যথা কহিলে উত্তম মধ্যম হইবারও সম্পূর্ণ সম্ভাবন । রোষাদিদোষবসতেরসতঃ প্রচণ্ড সত্বস্য সৰ্ব্ব বিনয়ায়ুমরুস্থলস্য। মুখস্য দুঃখকরদর্শনভাষশস্যজুরাত্মনে হত্র ভুবনে কিমকার্য্যমস্তি। বিনয় জলের মরু; দুঃখ দানে কম্প তরু, অসত অশেষ দোষ যার । প্রচণ্ড স্বভাব ধারী, কুর মুখ বলে তারি, অকাৰ্য্য কি আছে বল তার ! অতএব এস্থান হইতে প্রস্থান করাই যুক্তিযুক্ত। (প্রকাশে) যে আজ্ঞা মহাশয়, এক্ষণ অামি আর কিঞ্চিৎ পাঠ ক রিতে যাই । [সুধীর ও শুভাচার্য্যের প্রস্থান। অনৃ। আঃ রাম বল আপদ গেল—নিষ্কণ্টক হইলাম অথবা আমি যে স্থানে থাকি সে স্থানে কি অন্ত্যের আর প্রভুত্ব খাটে এক্ষণ স্বকাৰ্য সাধনে যত্ন করি। (পুরোভাগে অবলোকন করিয়া) হা এই যে চিন্তিতন্তঃকরণে বন্দ্যোপাধ্যায় অসিতেছেন। কুলপালকের প্রবেশ] কুল । (স্বগত) হ৷ বিধে ! আমার কি পূৰ্ব্ব জন্মাজিত পুঞ্জ২ মহাপাতক ছিল ? কি ক্লেশ! কত দিনে এদীনের প্রতি
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।