( २२ ) অমৃ। (স্বগত) আগে ঘটকালি বিদায়ের বাহুল্য স্বীকার করাই, কি আগেই সে সংবাদ দি ? না, আগে ঘটকালিই চুকাই। (প্রকাশে) না, বিস্মৃত হইনাই, কস্তাদিগের দুরদুষ্ট দোষই বিন্নজনক হইয়াছে। তোমার নির্দেশাহুসারে অশেষ দেশ ভ্রমণ করিয়াছি, কিছুই করিতে পারিতেছি না, দেখি কি হয় | কুল। (সবিষাদ মনে) তবে এক্ষণে উপায় কি ? কন্যাদিগের কি বিবাহ হইবে না ? অমৃ। জগদীশ্বরের মনে থাকে অবশ্যই হইবে । আমি তোমার অনুরোধে অনেক ক্লেশ স্বীকার করিয়াছি, বিস্তর পর্যটনে এক পাত্ৰ পাইয়াছিলাম, সে সৰ্ব্বগুণক্রান্ত বটে, তা হইলে কি হইবে ? সে আর বিবাহ করিতে ইচ্ছা করে না । আমি অশেষ প্রকার প্রবোধে সমুখীন করিয়াছি কিন্তু সে বড় কঠিন কৰ্ম্ম, ব্যয় বাহুল্য করিতে হয়। আর আমারও সাতিশয় আয়াস, অতএব তাহ! কি প্রকারে হইতে পারে ? দেখা যাউক যাহা হয় । কুল। কুলাচাৰ্য মহাশয়, আমি আপনাকে একশত মুদ্র পুরস্কার দিব, আর বৈবাহিক ব্যাপারে কৃপণত করিব না। পাত্র কেমন, কৌলীন্য-মান্য কিপ্রকার, दळून् ? অমৃ। (সগৰ্ব্বে) কি ? আমি যাহা স্থির করি তাহতে আবার দোষের আশঙ্ক ? বিষ্ণু ঠাকুরের বংশোৎপন্ন, পরম পবিত্র পাত্ৰ, ফুলের মুখটা, বর্তমান কুলীনদিগের প্রায়িক যে সমস্ত গুণ আছে তাহার চতুগুণ গুণে ভূষিত,
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।