( ২৩ ) কিন্তু আমি একটা কথা এ সময়ে কহিয়। রাখি নতুবা শিববিবাহ নিৰ্বাহ কারক নারদ ঠাকুরের ন্যায় যেন পরে আমি অমৃযোজ্য না হই। কুল। আজ্ঞা করুন ? অমৃ। বরের কিঞ্চিৎ বয়েধিক্য, আর এমন অধিক বয়সই বা কি ? সেই ষষ্ঠীর বৎস এই ষষ্টিবৎসরে পদপণ করিয়াছে। যাহা হউক, তোমার কি অদৃষ্ট, শিবের জামাই শিব ঘটিয়াছে। অতএব তুমি সেই সৰ্ব্ব গুণালঙ্কত কুলীন-মহারথি-কুমারে কুমারী প্রদান করিয়া চরিতার্থ হও । কুল। যে অজ্ঞ মহাশয়, দিনাবধারণ করুন। অনৃ। আগামি দিবসীয় যামিনীতে বিবাহ হইবে। কুল এক ব্যক্তি গ্রহাচাৰ্য্যকে আহ্বান করিলে ভাল হয় না ? অনৃ। ক্ষতি কি ? ভাল (নেপথ্যাভিমুখে) আচাৰ্য্য ঠাকুর কোথ; গৃহে আছ? [গ্রহচায্যের প্রবেশ] গ্রহ। ওঁনমঃ শ্ৰীস্থৰ্য্যায়। অচিন্ত্যাব্যক্তরূপায় নিগুণয় গুণাত্মনে। সমস্তজগদাধারসাক্ষিণে ব্রহ্মণে নমঃ । অদ্য ৩ রা বৈশাখ, শনিবার, পঞ্চমী, অনুরাধা নক্ষত্র, যাত্রা নাস্তি । কে গো আমায় ডাকিলে ? কুল। আমি, আমার কন্যাদিগের বিবাহ, একটি উত্তম দিন দেখিয়া দেও।
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।