( २8 ) গ্রহ। (পঞ্জিকা দেখিয়া) মহাশয়, ২৯ সে বৈশাখ উত্তম দিন আছে। অনৃ। (স্বগত) এ কি আপদ হইল, কুলীন কন্যার বিবাহ তাহার আবার দিন ? বিলম্ব হইলে বরের গুণ সকল প্রকাশ পাইবে, তাহ হইলে বিবাহ হওয়৷ দুষ্কর, অথবা অন্য ঘটক আসিলে ও ঘটকালি বিদায়ের সঙ্কোচ হইবে। অতএব কপটতা প্রকাশ পূৰ্ব্বক গ্রহাচাৰ্য্যকে প্রতারিত করি। ( প্রকাশে ) কি হে গ্রহাচাৰ্য্য, কি বলিতেছ? ২৯ সে বৈশাখ কবে ? গ্রহ। বৰ্ত্তমান এই বৈশাখ মাসের সংক্রান্তির পূর্ব দিবস। . - অনৃ। সব অশুদ্ধ। এ বৎসরে সংক্রান্তিই নাই কেবল পৌষমাসে এক পিষ্টক সংক্রান্তি আছে এতীবন্মাত্র, আর শ্রীরামপুরের পঞ্জিকামতে ভদ্রে অরন্ধন সংক্রান্তির সম্ভাবনা হইলেও হইতে পারে, তদ্ভিন্ন অন্য সংক্রান্তিতে দেখিতে পাই না, তুমি সংক্রান্তি আবার কোথা পাইলে ? সে দিনে কি আপনিই সংক্রান্তি হইবে ? গ্রহ। মহাশয় আপনি কি আমাকে উপহাস করিতেছেন ? অমৃ। না না, তুমি কি উপহাসের যোগ্য পাত্ৰ ? ভাল, যাহা কহিয়াছ বিস্মৃতিক্রমেই হইয়া থাকিবে, ওকথায় আর প্রয়োজন নাই। বল দেখি আজি কি বার ?
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।