( २१ ) অনেক যোগাযোগে ঘটিতেছে, কিন্তু এ বেটা অমঙ্গলেযোগভঙ্গের অনুসন্ধান করে । গ্রহ । কল্য যুতবেধ । অমৃ। আঃ, কি পাপ ! এতে যুতরি কৰ্ম্ম,—তুই দূর হ, আর দিন দেখিতে হইবেন । [গ্রহাচার্য্যের প্রস্থান । বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনি এই অজ্ঞ দৈবজ্ঞের কথায় বিশ্বাস করিবেন না, আমরা ঘটক বটে, তথাপি নানা শাস্ত্রে দৃষ্টি রাখি, বিশেষতঃ নবদ্বীপ নিবাসি পণ্ডিতেরা কহিয়াছেন “ কল্য উত্তম দিন, এবং শতসহস্ৰ বিবাহ কল্য হইবে,” আর আপনিই বিবেচনা করুন। যদি কল্য উত্তম দিন ন হইত তাহা হইলে এতদেশীয় রাজা অমরনাথ বাহাদুর নিজ পিতৃ শ্রাদ্ধের আয়োজন করিতেন না । অতএব যেদিনে রাজ রাজড়ার কৰ্ম্ম কাণ্ড করে সেই দিন “ মন্দ । যে কহে সে অতি মুখ । তাহার কথা কখন গ্রাহ্য নয় । কুল। মহাশয়, ভাল দিনের কথা দূরে থাকু, এক্ষণ দ্রব্য সাদন ব্যতিরেকে কি প্রকারে এত শীঘ্ৰ কৰ্ম্ম সম্পন্ন হইবে, তাহার উপায় কি ? অমৃ। আয়োজনেরই এত বাহুল্য কি ? কুল। বরযাত্র, কন্যযাত্র, ও পুরোহিত প্রভৃতি এ সকলকে ভোজনওতে করাইতে হইবে ? - অনৃ। অবশ্ব হইবে, বরযাত্র আমি, কন্যাযাত্ৰ তুমি, আর পৌরোহিত্য প্রভৃতি যে সমস্ত কৰ্ত্তব্য কৰ্ম্ম তাহ
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।