এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
{ ২৯ ) [ ব্রাহ্মণীর প্রবেশ ] ব্রাহ্মণী । (অপঙ্কনিদ্র ক্যায়িত লোচন উভয়করে মার্জন করিতেই ) আজি কি আনন্দ দিন মেয়েদের বিয়ে । শরীর জুড়াবে মোর জামাই দেখিয়ে ৷ চিরকাল যত সাধ ছিল মোর মনে । সে সাধ পুরাব আজি জামাতার সনে। জামাই এসেছে শুনি আসি প্রতিবাসি । নানা রঙ্গ রস কথা কবে মৃদু হাসি ॥ কায্যের ছলনা করি থাকিয় সে খানে । শুনিব জামাই বেটা কতো কথা জানে ॥ যখন জামাই এসে বসিবে বাহিরে। ধিরে ধিরে যাব আর চাব ফিরে ফিরে ॥ স্নেহ করে নানা দ্রব্য জুটয়ে আনিব । যদি সৰ্ব নাখায় মাথার দিব্য দিব ॥ শাশুড়ী হইয়া বসি ঘোমটা টানিব । ছিট ফোটা তন্ত্র মন্ত্র কতই ছাড়িব । ভেড়া করে সে বেটারে রাখিব বাটীতে । যেন আর নাহি চায় ঘরেতে যাইতে ॥ C 3