এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ৩১ ) জাকুবী শাম্ভবী ও কামিনীর প্রবেশ । জাহ্লবী । ওমা, কি ? শান্তৰী । ওমা কেন ডাক্লি ? কামিনী । ও মা, কেনই, বাবা কি ডাকটে ; ব্রাহ্মণী । (পরমহলাদে) এতকালে প্রজাপতি হলো অনুকুল। ফুটিল তোদের বুঝি বিবাহের ফুল । জাহ্লবী । ও মা, কি বল্লি ? শাম্ভবী । ও মা, বুজদে পাল্যাম না ! কামিনী। ও মা, কি বলন মা, আবার বল, বল বল । ব্রাহ্মণী । ওগো, তোদের বে? হবে গো, “ বে” হবে : জগত্নবী । (সবিষাদে) জাকুবী যাইয়া বুঝি জাহ্লবীর ঘাট । পাইবে সুন্দর বর সুন্দরের কাট ॥ বর যাত্র তাহে মাত্র যমরাজ দূত । বাসর শয়নসুখ হবে অনুভূত ॥ শাস্তুৰী। (আশ্চির্যাম্বিতা) শাস্তবীর “বে ? এযে অসম্ভব কথা । কুলীন কুমারী মোরা ঘর’ পাব কোথা ।