পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২ ) বল্লাল বিহিত কুল অকুল সলিলে। পড়েছে যে নারী তার পতি কোথা মিলে । কামিনী। (সোৎসুকী) কি বল্লি কি বল্লি মা গে। সত্য করি বল । শুনিয়া এশুভ কথা হয়েছি চঞ্চল ॥ কোথা বর বাস। কোথা এসেছে কি বর । কবে হবে আজি নাকি বল গে। সত্বর ॥ বরের বয়স কতো দেখিতে কেমন । যাহেক হলেই হয় এই আকিঞ্চন । ব্রাহ্মণী ৷ হবে গো হবে, আজি হবে, আমি মিছ কথা কৈনে । জাহ্লবী। ও মা, আমার আর বে’ হলে কি হবে মা ? আমিতে যৌবনে জলাঞ্জলি দিচি, আর কত কালই বাঢ়বো, কেন আর বুড়ে বয়েসে ধেড়ে রোগ ? ব্রাহ্মণী । বাছা, এমন কথা বলতে আচে ? কিসের বয়েস কচিছেলে, যেটের বাছা, ষষ্ঠীর দাস । শাস্তুৰী। মা, আমাদের ‘ ৱে' হবে তা বল্লাল তো টের পাবে না ? ব্রাহ্মণী। টের পেলে কি হবে ? শাস্তুবী। (সভ্রভঙ্গে) টের পেলে সে টের পাওয়াবে, সে এমন নয়, যেমন মোল্লা বলে “ হেঁদুর পরব নাই”