এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( 58 ) ঐ জন্যে বল্লালে মিনসেকে রাজ্য দেয়, তবে মা বাপ, রাজা, ও বিধাতা, এর সকলে যখন জাতনষ্ট কতো বসেচে তখন জাতরক্ষা আর কে কবে মা ; শাম্ভবি, ক্ষমা কর, জাতরক্ষায় কায নাই, কুলরক্ষায় সম্মত হ’। আবার কেন নিশ্বাস ফেলে অধোমুখে রহিলি ? কি কর্ব্যে, মনোদুঃখ করিস নি। বাছা কমিনি, তুই যে কোনকথা কচ্চিস নে ? কামিনী। না মা, তোর কথায় আর বিশ্বেস নেই, তুই এমন করে আমায় কতোবার ভুলিয়েচিম । ওমা আর ভুলাইলে কি হবে তা বল । কাপড় ঢাকাতে কোথা থাকেগো অনল । যৌবন দুঃসহ ভার সহিতে না পারি। একেত অবলা বালা তাহে কুলনারী ॥ কিফল বিফলে গেল যৌবন বহিয়ে । কত পাপে হইয়াছি কুলীনের মেয়ে । লাজ আসে একথা কহিতে তোর কাছে । কান্ত বিনে কেমনে বসন্তে প্রাণ বঁাচে ৷ বসন্ত অশান্ত বড় দুরন্ত নিতান্ত । বিরহি বধিতে বুঝি হইল কৃতান্ত । জটিল বিরহিমন ফুটিল বকুল। জুঠিল মধুপাবলি হইয়া ব্যাকুল ৷