পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( HI ) ছুটিল কন্দপ বাণ কুটিল গমন । ঘটিল বিপদ বড় লুটিল ভুবন ॥ জরজর হলো তনু কোকিলের রবে । কেমনে এমন কালে জাতি কুল রবে । আমূল মুকুল সুশোভিত সহকার । সহকার হয় আসি মদন রাজার : কামির হৃদয় রাজ্য করি অধিকার । অধিকার বাঞ্ছাকরে শান্তি নাই তার ॥ এমন দুরন্ত কালে জ্বলি কণমানলে । তিনকুলে কেহ নাই দুটো কথা বলে । সহিতে না পারি অার কর গে। উপায়। কতকাল ভুলাইয়া রাখিবি আমায়। ব্রাহ্মণী । না মা, এবার মিছা নয়, সত্যি, গো সত্যি । কামিনী। ও মা, সত্যি যদি তবে বর কি এসেছে : বাসা দিছিস কোথায় মা ! চুপি২ দেকতে গেলে হয় না, ক্ষেতি কি মা ? ব্রাহ্মণী। না বাছ, শুভ দৃষ্টি হয় নেই, এখন কি দেকতে আচে? পরে দেকবি, এত উথলা হই নে, তোদের ছোটো বোন আদরিণী কিশরী কোথায় রে ? কামিনী। সে রঙ্গিণী সঙ্গিনীগণ সঙ্গে পূবপাড়ায় খেলতে গেচে এখনো আসে নাই। -