( ৩৭ ) কিশোরী । কেন মা আমায় ডাকলি ? ব্রাহ্মণী । তুই কালিঅবধি কোথায় রে ; দেবতে পাইনে কেন ? কিশোরী । ও মা ও মা, আমি ও পাড়াতে ঘেণযেদের বাড়ী লুকোচুরি খেলতে গিছিলাম। ব্রাহ্মণী । না বাছা, আর এমন যেয়োন, ডাগের ডেগগোর মেয়ে, যেতে আছে ? লোকে যে নিন্দে কর্ব্যে, ছি ! কিশোরী। ও মা, কেন নিন্দে কবো মা ? কবে না, হে মা, আবার আমি যাই । ব্রাহ্মণী । না বাছা, আর যেয়োন, আজি এক কৰ্ম্ম আচে । - কিশোরী। কি কৰ্ম্ম মা ? ব্রাহ্মণী । বাছা, আজি আমাদের বাড়িতে এক শুভ কৰ্ম্ম হবে । কিশোরী। ও মা, কি শুভ কৰ্ম্ম, বলন মা ? হে মা বল, কি শুভ কৰ্ম্ম । বলবিনেই ? ব্রাহ্মণী । কেন গো, বলবে না কেন ? আজি তোদের * বে ? হবে । * কিশোরী। (সবিস্ময়ে) ও মা, বে? কাকে বলে মা ? ব্রাহ্মণী বে? কাকে বলে তাও জানিস নে বাছ ? * প্রধান সংস্কার * । কিশোরী। ও মা, ভাকি আমি খাব ? ব্রাহ্মণী। বাছ “লে’ কি খেতে হয়? রাঙাবর আসবে, তোদের বে কবো, কতো ঘটাঘাটি হবে, সেকি বাছ IX
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।