এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( 88 . ) কোন নারী নিতম্বে ধরিল চন্দ্রহার। বিরহি যুবার মন করিতে সংহার। কাহার চরণে ঢেয়ুতরঙ্গের মল। রজত নিৰ্ম্মিত যাহা অতি মুনিৰ্ম্মল ॥ কেহব খোপার মাঝে গুজিয়া গোলাপ। কোকিল কুষ্ঠিত কণ্ঠে করিছে আলাপ । করিয়া সুসজ্জা সবে আনন্দিত মন । বিবাহবাটীতে দেখ করিছে গমন ॥ ঠাকুরপো আমি এখন যাই, বাকিজ্জ্বক এই সময় চুকাই গে। - দেবল। হঁ, আমিও ঘরে যাই, এখন পুজা কর্ভুে যাওয়া হলো না । [উভয়ের প্রস্থান। [কামিনীগণের প্রবেশ] মোহিনী। এই তো বে বাড়ি, কৈ কে কোথা গো ? কাকেও যে দেকতে পাইনে। ও মা সেএ কি গো ? ঐ যে কথায় বলে “ যার বে তার মনে নাই, কীটনা কামাই পাড়া পড়সীর ” । ভামিনী। মরণ ও কি হলো ? মিল্লে৷ কৈ লে ? মোহিনী । আর ভাই, মেলে কৈ ? ভামিনী। গুণ থাকলেই মেলে, “যার বে তার মনে