এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ৪৬ ) কামিনী। ওলে হেমলতা, জনিসনে বড় গিন্নির সব ফাকি, নিখরচায় জামাই পাবে, ছাড়বে কেন ? ব্রাহ্মণী। দূর ছুড়ি, ওকথা কি বলতে আচে । জামাই আর ছেলে ভিন্ন কি ? যা, তোরা সকলে মিলেজুলে জলসৈতে যা দেখি ? চপল । যে তেীর মেয়েদের বর এসেচে । }বাটী মধ্যে ব্রাহ্মণীর প্রস্থান] তার জন্যে জলসৈতে হবে না, তাকে জল সৈ ? কল্লিই ভাল হয় শুনে গেলিনে মাগি ? চঞ্চল । ওলো কুলবালা কুলে নে লো মাথে করি । জল সহিবারে সবে বল হরি হরি * । স্থলোচনা । মরণ ও কি লো ? শুভ কৰ্ম্মে অনঙ্গুলে কথা ? চঞ্চল । না ভাই, যে * বর ” এসেচে তারপক্ষে এ অমঙ্গলে নয়। স্থলোচনা। কেন ? কেমন বর বলন শুনি । চঞ্চল । শোনন ভাই ওদের মুখে, তবেই হবে । স্থলোচনা। ওলো চপলা, বলনা লে কেমন বর ? চপল । (সবিষাদে) বিশ্বেন আহা মরি আই২ সখি একি শুন্তে পাই, বর নাকি বায়াতুরে বুড়ে।