পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8१ ) কপাল নিতান্ত পোড়া, কোথা হতে এলে মড়া, ঘটাইল ঘটক আটকুড়ে ॥ স্থলোচনা । বুড়েবর ? এতে ভাল, মন্দ কি ? আমার মে মন কপাল তাতো নয় ? চঞ্চল । তোর আবার কপাল মন্দ কেমন লো, বলন । স্লোচনা । তবে শোন কি জানিবি ওলো ধনি, এ বর মাথার মণি, মোর পতি দেখে বুক ফাটে। বয়স খতালে পর, নাতি ভেবে এসে জ্বরঃ কোলশোভা হয়ে রাত কাটে । এপতি মাথার চুড়া, বুড়াতে রসের গুড়া, কাছে থাকে তবু শোভ হয়। সে যে অতি শিশু ছেলে, কেঁদে উঠে ভয় পেলে, শান্ত করে রাখি তবে রয় ॥ চন্দ্রমুখী । (সবিষাদে) তবে আমিও বলি, লোকের কাচে বল্যেও কতক নিবিত্তি হয় । ভাই সে ভোঁ তোর মন্দ নয়, কখন কণযে লাগবে, আমার শুনবি ? পতির রমণী গণ কিছু কম একপণ, তবু বিয়া করে পেলে চাকি ।