এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ৪৯ ) যৌবন দুঃসহ ভার, সহিতে নাপারি আর, এশরীরে কতো জ্বালা সয় । বয়স্ হইল বিশ, ইচ্ছা হয় খাই বিষ, মনে মনে কতে রীষ হয় ৷ বিয়ার নাহি প্রসঙ্গ, অনঙ্গেতে জরে অঙ্গ, রঙ্গ দেখি লোকে ব্যঙ্গ করে। মনেতে ভেবেছি সার, শুধিব বল্লালি ধার, কুলে জলাঞ্জলি দিয়া পরে ॥ যশোদ। ওলে “ তোদের দুখ শুনে মোর বুক ফাটে, তোর খাসি ভীড়ে জল আমি খাই ঘটে” । তোর ছেলে মানুষ, তেদের কাচে বল নয়, যদি বল্লি, তবে শোন আমার কথা শুনলেই তোদের দুঃখ দূর হবে। ভগিনী আমার ছয় আমারে নে সাত হয়, - সবার বিবাহ এক দিনে । কি কব বরের কথা, মনে হলে মৰ্ম্ম ব্যথা, এইহেতু কহিতে পারিনে ॥ তার বয়সের সম, পাহাড় পৰ্ব্বত কম, আছে কিনা ভুবন ভিতরে। উহার চরম কালে, বন্ধুরা না ফেলে খালে, গঙ্গাতীরে আনিল সত্বরে ৷ TE