এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( ce ) পাইয়া স্বযোগ্য ঘর, বরি মোরা সেই বরং অতঃপর সেপায় পঞ্চতৃ । তখনি বৈধব্য দশা, প্রাপ্ত হই সপ্তস্বসা, কিবা কব কুলের মহত্ত্ব। বল্লাল হইয়া কাল, দিয়াছে কুলের শাল, সামাল২ ডাক ছাড়ি । নাহলে বাসন পূর্ণ কেবল বৈধব্য তুর্ণ, মন্ত্রের প্রভাবে উদূম রাড়ি । । কোথায় মঙ্গলধুনি, করিবেক যত ধনী হরিপুনি হইল তথায়। শঙ্খ বাদ্য যেথা খাটে, তথা মহাশঙ্খ ফাটে, বুকফাটে মরি হায়২ ॥ পতির করিয়া গতি, পরে নিকেতনে গতি, দুৰ্গতির নাহি হলো শেষ । কোথা ছিল একাদশী, আসিয়া পাইল বসি, সৰ্ব্বনাশী নাহি ছাড়ে দেশ ॥ তা বলে আর কি হবে ? অামি সে সকল পার্কে পুতিছি, সে কথায় আর কায নাই, দূরহেগ্ৰিগে, যা তোর যাজ্জন্যে এসেছিস যা, জলসৈতে যা। বিজয় । বড়দিদি, তুই যাবি নে ?