( Gર ) ফুলকুমারী (কিঞ্চিদূর হইতে)। দাড়া গো, ঠানদিদি দাড়া । ফুল কুমারীর প্রবেশ] যশোদ। কি লো, নাতনি ? সব মেয়ের জলসৈতে গেছে তোর এতে বেলা কেনলে ? কালি বুঝি নাজ্জামাই এসেছিল তাই বেল পর্যন্ত ঘুমিয়ে ছিলি—এই যে দুই চোক নালকরে বসেছিস, সেকি লে। : বড় খিদে হলে কি দুহাতে খেতে হয় ? ফুলকুমারী (সবিযাদে) বোলোনা ঠানদিদি আর সে কথাবোলোনা। জ্বলন্ত অনলে মোর আহুতি দিয়োন ॥ কালামুখে বিধি ভাল মিলাইল ভালে । এসে ছিল বটে সেটা কালি সন্ধ্যাকালে ৷ 3:-f. দিদি সে কথা আর বলিস নে। জ্বলে পুড়ে মচ্চি, আবার তুই কেন জ্বলাস গেড়েচ্চ্যাওঁ কি স্বৰ্গ দেখে ? তেমন কপাল হলে কি কাল কুলীনের হাতে পড়িতাম ! আমাদের যেমন কপাল তেমনি মিলেছে ! ত ওকথায় আর কায নাই। যশোদা । (মুখ ফিরাইয়া) মরগগে বল্লিইবা খেতি কি ? আমিতে ওরসে বঞ্চিত, তা পরের কথা শুন্তেও কি নেই ? নেইহ বল্লিনে, নাই বল ! (অভিমান)
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।