এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( & 8 ) বিরহ ব্রতের আজি উদযাপন করে । যৌবন দক্ষিণ দিব গিয়া তার করে ॥ মনোমত বেশ করি নিকটে যাইব । প্রথমে বাড়াতে মান মান প্রকাশিব ॥ কাদণব ধরাব পায়ে নাহি অনুরোধ । পেয়েছি যতেক দুঃখ তার পরিশোধ ॥ পরেতে কহিব কথা বদন তুলিয়া । একেবারে ভুলাইব নয়ন ঠেরিয় ॥ বড় যত্নে শিখিয়াছি যতো কাব্যরস । কহিলে তাহার কাছে হইবে মুরস ॥ মন্মথেরে মনোমত শিখাব তখন । কোথা পালাইবে মোরে করে জ্বালাতন দুরন্ত বসন্ত সখা সামন্ত সহিত । নিতান্ত প্রাণান্ত সম করেছে অহিত ॥ বিহিত করিব তার করিয়াছি মনে । কি করিবে আগর মোরে মলয় পবনে ॥ কোথায় থাকিবে সেই কাল পিকবর। কোথাবা রহিবে দুষ্ট ভ্রমরী ভ্রমর ॥ এই ৰূপ অহঙ্কার মনে২ করে । গৌরবে গৰ্ব্বিণী বড় আসিলাম ঘরে ॥