( Rbo ) যত আশা মনে ছিল সব গেল দূর । দর্পচূৰ্ণ করি মোর গেল সে নিষ্ঠুর । মম সম অভাগিনী আছে কোন দেশে । হাতে দিয়ে নিধি বিধি হরে নিল শেষে । একাকিনী বিরহিণী যামিনী জাগিয়া । নয়ন করেছি রাঙা কাদিয়া কাদিয়া ॥ যশোদা । নাতনি আর বলিস নে—বলিসনে, বুক্ ফেটে যায় ! (সজল নয়নে) হারে বল্লাল, তুই কাল হয়ে এসেছিলি ? কে তোকে কুলের স্বষ্টি কত্যে বলে ছিল ? কুলতো নয় এ কুলের আঁটি—বড় কঠিন । যার কুল আছে তার কি দয়া নেই ? ধৰ্ম্ম নেই ? কৰ্ম্ম নেই ? আহ ! আহ ! কিছুঃখু নাতনি তুই আর বঁদিস্নে। যা, মেয়েদের সঙ্গে যা ; আবার আসবে, ভাবনা কি ? রাগ করে গেচে কি কৰ্ব্বি ? এবার শুদ্ধে এই অবদি কীটনাটমটনাটা কেটে কিছু হাতে করে রাখ। তবু কঁদে লাগলি ? আহা ছেলে মানুষ ! বোন, কি কৰ্ব্বি তা বল ? এই দেক দেখি আমরা কি কচ্চি, তোত্তো আছে আমার যে নেই—ত কি কৰ্ব্বে ? ফুল। (চক্ষুর জল যুছিয়া) ঠানদিদি, এ থাকাচ্চেয়ে নাথাক ভাল ! না থাকলে মনে প্রবেদেওয়া যায়, এ থেকে নেই! একি সামান্ত্যি দুঃখু ? ঐ যে কথায় বলে “দুষ্ট গরু থাকচ্চেয়ে শূণুগোল ভাল”।
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।