( ৬১ ) আবার মোরে ফিরি আষ্টে হলো; যাই তবে (অধিক দূর গিয়া স্বগত) ঐ পুরুঠঠাকুরের বাড়ি দেকৃতি পাচ্চি, শালার বামুণ করে ঘর বেনিয়েচে ! (নিকটে গিয়া প্রকাশে) ও পুরুঠঠাকুর, ঘরে গে। —ন গো, আর পুরুঠাকুর বলবোন, সেবার বলে হেলাম তা সে বামুণ কুধু করে। (উচ্চৈঃস্বরে) ও বাবাঠাকুর, বাবাঠাকুর ঘরে গে? কৈ ওত্তর দেয় না ঝে ? কোথা বুঝি ছরাদ কত্তি গেচে । বামুণদের কি ? বড় মানষির বাড়িই ছায়ায় বসি, গোলবালিশে ঠাশ মারি গুড়ক তামুক খায়, গল্পি করে, তাই বুঝি গেচে। ওও মাঠাকুরুণ, মাঠকরুণ, তোমার বাবাঠাকুর কোতা গো ? [ধৰ্ম্মশীলের প্রবেশ] ধৰ্ম্ম । (সক্রোধে) অtঃ কেরেও ঐ রাম২, প্রস্রাব করিতে বসিছি এতো চীৎকার কর্জেছে কেন ? ভোলা । মুই, বেড়য্যের বাড়ির মেন্দের-ভোলা ? ধৰ্ম্ম । (সহস্তে মুখে) কিরে ভোলা ! ভোলা । এজ্ঞে হঁ বাবাঠাকুর, পেনাম। ধৰ্ম্ম । কিরে, কেন এসেছিস্ ? ভালতো সকল ? ভোল। । এজ্ঞে, বড়মোশাই তোমারে এসূতে বল্যে তার মেয়েগার ব্যা । ধৰ্ম্ম বিবাহ ! P কি অদ্যই হইবে ? ভোলা । ই বাৰাঠাকুক আৰি মানুয়াল বা হবে।
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।