( ৬৬ ) ভোজনে ওজন বুঝে ঘন ছধবাটি। শয়নে কেমন সুখ পরিপাটি পাটি ॥ আলাপে শীলতা বড় কথা কাটাকাটি । সম্বল কিছুই নাই মুখে মালসাটি ॥ বসিয়া মজাগি করি কখন না খাটি । অহঙ্কারভরে মোর নামাড়াই মাটি ॥ ধৰ্ম্ম । হা, হইতে পারে, আহারাদির ক্লেশ ঘটে না বটে, কিন্তু সংসারি মানব মাত্রেরই অর্থ প্রয়োজনীয়। যদি কোন , রণে ধনের প্রয়োজন হয়, কি করেন? অধৰ্ম্ম । তাহীও সে থায় পাওয়া যায়,—দক্ষিণ হস্তে দক্ষিণে নাপেলে কি সেথা থাকি ? কেন থাকবো ? বরং অতিত হয়ে অন্সের বাড়িই সিদ্ধপকূ করি—ত ভাল, মশ তাড়াই—সেও আচ্ছা, তবু কুলমৰ্যাদা নাপেলে কদাচ সেথায় থাকিনে ;– আমরা এমন গুরুর শিষ্য নই। ধৰ্ম্ম । শ্বশুরালয়ে অধিক দিন থাকিলে অাদর ও গৌরবের কিছু হানি হয় না ? -অধৰ্ম্ম। (ঈষদ্ধাস্য মুখে) না মহাশয়, কুলীনের ছেলে যত অধিক কাল শ্বশুরবাড়িয় থাকে তত অধিক আদর বাড়ে,—তা থাক্তে পাই কৈ ? “বচ্ছরে তিন শ ষাটি দিন’ বৈত নয় ? ধৰ্ম্ম । (উচ্চ হাস্থ্য মুখে) আপনি কত সংসার করি য়াছেন ?
পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।